ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে বিএনপির শুভেচ্ছা কার্ড
প্রতি বছরের ন্যায় এই বছরও পাকিস্তান দূতাবাসসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে ‘আসছে ২০২১’ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কার্ড দিয়েছে বিএনপি।
সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাক্ষরে এই শুভেচ্ছা কার্ড দূতাবাসগুলোতে পৌঁছে দেয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে কার্ড দেয়া হয়েছে।