বিনা পয়সায় আইফোন দেবে অ্যাপল!
আই ফোনের নিরাপত্তায় গলদ খুঁজে বের করতে পারলে বিনা পয়সায় আইফোন দেবে অ্যাপল। সম্প্রতি অ্যাপল জানিয়েছে সাধারণ ক্রেতারা এ সুযোগ পাবেন না। সুযোগটি পাবেন নিরাপত্তা-গবেষকরা।
জুলাই মাসে অ্যাপল জানিয়েছিল, এই ইউনিটগুলোর অনন্য কোড এক্সিকিউশন এবং আলাদা নিয়ন্ত্রণ নীতি রয়েছে। আই ফোনের ভার্সনগুলোতে যে ধরনের আইওএস ক্ষমতা থাকে তার চেয়েও এ ধরনের ফোনে অনেক বেশি ক্ষমতা রয়েছে। এই ধরনের ডিভাইসগুলোর আরেক পরিচিত নাম হল, জেলব্রেক ইউনিট।
ব্যবহারকারীদের ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতে এবং তাদের সুরক্ষা বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করার সুযোগ দেয়।
মহামারির বছর হলেও নিরাপত্তার বিষয়ে অর্থ বরাদ্দে ফাঁক রাখতে চায়নি অ্যাপল। বছরের মাঝখানে এমন প্রজেক্টের কথা ঘোষণা করেছিল বিশ্বের অন্যতম নামী এই ফোন প্রস্তুতকারী সংস্থা। এবার সেই কাজ শুরু করতে চলেছে তারা। কমপক্ষে আগামী একবছর ধরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করবে তারা।
হ্যাকার ফ্রেন্ডলি এই ফোন গবেষকদের মধ্যে বিলি করে অ্যাপল নিশ্চিত হতে চায় নিরাপত্তাজনিত ফাঁকগুলি কী কী, যা দিয়ে সহজেই ফোনে ঢুকে পড়তে পারে হ্যাকাররা। যে গবেষক সকলের আগে এমনটা দেখাতে পারবেন, তাকে অ্যাপল বাউন্টি প্রোগ্রামের আওতায় পুরস্কৃত করা হবে।