জুড়ীতে গাঁজাসহ একজন আটক

মৌলভীবাজারের জুড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত কার্তিক কৈরী নানকা (৪৫) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগানের বাসিন্দা মৃত শংকর কৈরীর পুত্র।

জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে জুড়ী থানার পুলিশ রত্না চা বাগানে অভিযান চালায়। এ সময় কার্তিক কৈরীকে আটক করা হয়। তার নিকট ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

বিষয়ের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ