সাবেক মেয়র কামরানের মৃত্যুতে খান জামালের শোক

 

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

এক শোক বার্তায় তিনি বলেন চরম প্রতিহিংসা পরায়ণ রাজনীতির এই সংকটময় সময়ে ব্যতিক্রম ছিলেন প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান। সিলেটে সম্প্রীতির রাজনীতির অন্যতম পুরোধা ছিলেন তিনি। তার ইন্তেকালের ফলে সিলেটে সম্প্রীতির রাজনীতির যে শুন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। ভিন্ন আদর্শের রাজনীতিবিদ হলেও তিনি তার সহজাত গুণাবলি দ্বারা দল মতের ঊর্ধে উঠে সকল দল, মত ও শ্রেণি পেশার মানুষের আপনজন হতে পেরেছিলেন।

শোক বার্তায় প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের আত্বার মাগফেরাত ও তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ