সিলেটে চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা ৪ জন করোনায় আক্রান্ত
সিলেট নগরীর সুবিদবাজারের মার্লিন টাওয়ারে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা শিশু-কিশোরসহ ৪ জন বাসিন্দা করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
গত ২৯ এপ্রিল মার্লিন টাওয়ারের ১৬ জনের নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসে। মার্লিন টাওয়ার থেকে আবারও চারজনের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল সোমবার (৪ মে) রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
এদের মধ্যে একজনের বয়স ১২, দুজনের বয়স ১৬ থেকে ১৭ এবং আরেকজনের বয়স জানা যায়নি।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত স্বামী এবং সিলেট নগরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত স্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এই দম্পতি মার্লিন টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকেন।