মৌলভীবাজারে আরও ৬ জন করোনায় আক্রান্ত

মৌলভীবাজার জেলার আরো ৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা ত‌ওহীদ আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরনো অনেকগুলো জমে থাকা রিপোর্ট ছিল। মঙ্গলবার জেলার ৬ জনের পজেটিভ এসেছে সেটা জানানো হয়েছে। তারা রাজনগর ছাড়া বাকি সব উপজেলার।
সিভিল সার্জন সূত্র জানা গেছে, মৌলভীবাজার জেলায় হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ৮০৫ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২ জন আছেন। করোনা আক্রান্তে মৃত্যু বরণ কারী ২জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ