করোনায় আক্রান্ত মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক

মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।  এর আগে তাঁর বাসার কাজের মহিলার স্বামী শরীরে  করোনা পজেটিভ পাওয়া যায়। পরে ওই চিকিৎসক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার (৩ মে) সকালে মুঠোফনে জানানো হয় চিকিৎসক করোনায় আক্রান্ত। পরে তিনি হাসপাতাল থেকে নিজ বাসায় আইসোলেশনে চলে যান।

বিষয়টি নিশ্চিত করেন জানান মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফয়ছল জামান। এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ