ছুটি বাড়ছে আরও
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৫মে পর্যন্ত বাড়ানো হচ্ছে।
শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান। এ নিয়ে দেশে ষষ্ঠ দফায় সাধারণ ছুটি বাড়ানো হচ্ছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘ছুটি বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রীকে প্রস্তাবটি দেওয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী দ্রুতই পদক্ষেপ নেবেন। প্রস্তাবনাটিতে তিনি স্বাক্ষর করলেই কাল অথবা পরশু প্রজ্ঞাপন জারি হবে।’
করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস-আদালত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। পরে ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সবর্শেষ ৫ মে পযন্ত ছুটি বাড়ানো হয়েছিল।