গোলাপগঞ্জে এক যুবকের দেহে করোনা শনাক্ত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় । প্রথমবারের মতো করোনার অস্তিত্ব পরীক্ষায় ধরা পড়ল এক যুবকের (৩০)।
আন দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরী জানান, ওই ব্যক্তি জ্বর, সর্দি ও কাশিতে কয়েক দিন ধরে ভুগছেন, গত ২৮ এপ্রিল মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাত ১১টায় ওই ব্যক্তির করোনা ‘পজিটিভ’ আসে। রোগী বর্তমানে বাড়িতে আছেন। ওই রোগীর বাড়ি সহ লকডাউন করা হয়েছে আশপাশের বাড়ি। আক্রান্ত ব্যক্তি পেশায় শ্রমিক। তার সংস্পর্শে আসা ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। আক্রান্ত ব্যক্তি গত কয়েকদিন আগে অন্য একটি জেলা থেকে বাড়িতে এসেছেন বলেও জানা যায়।