ছাতকে প্রবাসীর উদ্যোগে ব্যতিক্রমী খাদ্য সহায়তা প্রদান
ছাতকের দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলহাজ্ব প্রফেসার আনোয়ার হোসেনের ব্যতিক্রমী উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে দুর্ভোগে পড়া বৃহত্তর কুর্শির হতদরিদ্র ২০০টি পরিবারের জন্য স্থানীয় একটি দোকান থেকে ৫শ’ টাকার মধ্যে প্রয়োজনীয় নিত্যপন্য ক্রয় করার সুযোগ রেখে শনিবার দুপুরে ব্যতিক্রমী এ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।
শনিবার প্রথম দিনে ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রবি ও সোমবার দুই দিনে দক্ষিণ কুর্শি, উত্তর কুর্শি, ইসলামপুর ও দক্ষিণ ইসলামপুরের আরো ১৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
সাবেক মেম্বার মনির উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল ছালিক মিলন তালুকদারের পরিচালনায় বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার হায়দার আলী রাজু, সমাজসেবী নুরুল হক, মাওলানা রশিদ আহমদ, প্রবাসীর ছোট ভাই, নাবিল এন্ড সিস্টার্স সুপার সপ’র স্বত্ত্বাধিকারী আলী হোসেন সিদ্দিক, ব্যবসায়ি সাহেল মিয়া ও হাফিজ ক্বারি খলিল আহমদ আব্বাসী।
এসময় হাজি তেরাব আলী, করম আলী, সাংবাদিক হেলাল আহমদ, ক্বারি কয়েস আহমদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব প্রফেসার আনোয়ার হোসেন জানান, বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা বিশ্ব থমকে গেছে। করোনা ভাইরাস সংক্রমন রোধে বাংলাদেশেও চলমান লকডাউনে কর্মমুখী মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। নিজ এলাকার হতদরিদ্র মানুষের দুর্দিনে সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক দায়িত্ববোধ থেকে অল্প পরিমাণ খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছি।
ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারসহ অন্যান্য বিত্তবানরা নানা ধরণের ত্রাণ সহায়তা প্রদান করে আসছেন। বিশেষ করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ইত্যাদি প্রায় প্রত্যেকেই বিতরণ করছেন। এসময়ে যার যা নেই সে তার ইচ্ছে মতো যাতে সেই জিনিসটাই নিতে পারে তাই এধরণের উদ্যোগ নেয়া হয়েছে।