খাদ্য সংকটে বিপর্যস্ত কর্মহীন মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা: মিজান চৌধুরী

যুক্তরাষ্ট্র মিশিগান স্টেটের সাবেক কাউন্সিলর ছাতকের গনিপুর গ্রামের বাসিন্দা কাজী মকসুদ মিয়ার অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণকালে বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, একদিকে করোনা আতংক অন্য দিকে চরম খাদ্য সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে কর্মহীন ও অসহায় মানুষ। এতে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। লকডাউনের বন্দিদশায় ক্ষুধার্ত মানুষ এখন আইনের বাঁধ ভেঙ্গে বেরিয়ে পড়েছে খাদ্যের সন্ধানে। মহামারী করোনা ভাইরাসের ভয় ক্ষুধার্ত মানুষের কাছে তুচ্ছ হয়ে পড়েছে। তিনি বলেন অপ্রতুল সরকারী খাদ্য সহায়তা দেশের তৃণমুল পর্যায়ে পৌছতে পারছে না। এ পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সার্বিক তত্ত্বাবধানে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কপলা, সুড়িগাঁও, মোগলগাঁও, সুরুজপুর গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় ১২০ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে অন্যান্যদের মধ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্রদল নেতা আবির দেব, সিপার আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ