বিয়ানীবাজারে আরােও একজনের করোনা শনাক্ত
বিয়ানীবাজারে আরােও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের বাসিন্দা।
এ নিয়ে বিয়ানীবাজারে দুইজন করোনায় আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিলেট সিভিল সার্জন মেওয়ায় গ্রামের ওই যুবকের কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করেন।
জানা গেছে, গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সিলেট সিভিল সার্জন মেওয়ায় গ্রামের ওই যুবকের কভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়।