ছাতকে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু
ছাতকে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারীভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গোদামে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির।
শহরের দক্ষিণ বাগবাড়ি-লেবারপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র কৃষক হুছন আলীর ১ মেট্রিক টন ধান ক্রয়ের মাধ্যমে উপজেলায় সরকারীভাবে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক প্রদেয় কৃষকের তালিকা অনুযায়ী চলতি মৌসুমে এখানে ১ হাজার ৮০২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিকেজি বোরো ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে এবং প্রতি কৃষক সর্বোচ্চ ১ মেট্রিক টন ধান খাদ্য গোদামে বিক্রি করতে পারবে।
ধানক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও ধান বিক্রয়ে আগ্রহী কৃষকরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, সরকারী খাদ্য গোদামে বোরো ধান বিক্রয়ে প্রকৃত কৃষকরা যাতে সর্বাধিক সুযোগ পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
মধ্যস্বত্ত্বভোগীরা ধান বিক্রয়ের সময় প্রতারনা করার চেষ্টা করলেও প্রকৃত কৃষকরা এসব করবে না বলে তিনি বিশ্বাস করেন। তাই নুন্যতম বিষয়গুলো বিবেচনায় না এনে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার পরামর্শ দেন তিনি।