করোনায় মৌলভীবাজার জেলা আ.লীগ সভাপতির মৃত্যু
ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মফচ্ছিল আলীর মৃত্যু হয়েছে ।
তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকায়। দীর্ঘদিন থেকে রাজধানীর গুলশান এলাকায় বসবাস করতেন তিনি।
সোমবার বিকালে তিনি জ্বর ও সর্দি-কাশি নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। মৃত্যুর পর পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ বলেন, সৈয়দ মফচ্ছিল আলী বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। জ্বর ও সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
ঢাকায় দাফন মঙ্গলবার রাত ৯টায় সম্পন্ন হয়।
সৈয়দ মফচ্ছিল আলীর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ ভাই-বোন ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন।