একজন থেকে গড়ে ৬ জন আক্রান্ত

গবেষকরা জানিয়েছেন প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতি একজন থেকে সংক্রমিত হচ্ছে ৫ দশমিক ৭ জন সাধারণ মানুষ।

ইমার্জিং ইনফেকশন ডিজিজেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের একটি প্রতিবেদনেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গবেষকরা বলছেন, আমরা যে হারে করোনাভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছিলাম এটি তার থেকেও দ্বিগুণ হারে ছড়িয়েছে। শেষ গবেষণায় আমরা প্রতি একজনে ৫.৭ জনের মধ্যে এ রোগ ছড়াতে দেখেছি।

চীন থেকে ছড়িয়ে পড়ার পর ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়ালে গবেষকরা জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত একজন ব্যক্তি ২ দশমিক ২ থেকে ২ দশমিক ৭ জনকে আক্রান্ত করছে। ছয় থেকে সাত দিনের মধ্যে ভাইরাসটি উহানে একজনের কাছ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়েছিল বলেও জানিয়েছেন গবেষকরা।

নিউ মেক্সিকোতে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা যারা উহান প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায় নিয়ে গবেষণা করেছেন তারা দেখতে পেয়েছেন, প্রতিটি বাহক প্রকৃতপক্ষে গড়ে ৫ দশমিক ৭ জনকে সংক্রামিত করেছে, জানিয়েছে ফোর্বস।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে শতকরা ৮২ ভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন গবেষকরা। প্রথম গবেষণায় তারা ৫৫ ভাগ মানুষের ইমিউন সিস্টেম বাড়ানোর কথা বলেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ