সুনামগঞ্জে উৎসব মুখর পরিবেশে ধান কাটা শুরু

সুনামগঞ্জের হাওয়রে উৎসবমুখর পরিবেশে ধান কাটা শুরু হয়েছে। এবার  ‘কাটলে হাওরের ধান, মিলবে সরকারি ত্রাণ’ ও ‘নিরাপদে কাটবো ধান, দেশে দিব খাদ্য যোগান’ স্লোগানে ধান কাটায় যোগ দিয়ে কৃষকদের উৎসাহ দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বাংলা নববর্ষের পয়লা বৈশাখে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ ধানা কাটা অনুষ্ঠানে যোগ দেন।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে এ বছর বিপুল পরিমাণে বোরো ধান উৎপাদিত হয়েছে। এই বোরো ধান শুধু সুনামগঞ্জের নয় বরং সারা দেশের খাদ্য শস্যের একটি উল্লেখযোগ্য অংশ পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
করোনা ভারইরাস জনিত কারনে নিরাপদ দুরত্বে থেকে পহেলা বৈশাখ ১৪২৭ পালিত হলেও সুনামগঞ্জের হাওর সমূহে নিরাপত্তা বজায় রেখে ধান কাটার কাজ পুরোদমে চালু হয়েছে।
কৃষকদের মাঝে সচেতনা তৈরি এবং উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসক সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ জেলার সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলার বিভিন্ন হাওরে গিয়ে কৃষকদের সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন।
এ সময়ে তার সাথে ছিলেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ, মোহাম্মদ সফর উদ্দিন, নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, পওর-১, মোঃ সাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, এবং জহিরুল আলম।
এছাড়া সুনামগঞ্জের সকল উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণ নিজ নিজ অধিক্ষেত্রের কৃষকদের মাঝে উপস্থিত হয়ে ধানকাটা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কৃষকদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা সৃষ্টি ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হয়। এ সময়ে তাদেরকে একটি করে হাত ধোয়ার সাবান এবং এক প্যাকেট করে পুষ্টিকর বিস্কিট প্রদান করা হয়।
কৃষকগণ জানান এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে এবং তারা ন্যায্য মূল্যে ধান বিক্রয়ের বিষয়ে আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য কৃষি শ্রমিকদের প্রনোদনা হিসেবে জেলা সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার পিছ সাবান ও দশ হাজার প্যাকেট বিস্কুট বিতরণ করার কথা রয়েছে। এছাড়া কৃষকদের মধ্যে প্রয়োজন মাফিক মাস্কও বিতরণ করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ