২১ এপ্রিল করোনা কিট দেবে গণস্বাস্থ্য
সব ঠিকঠাক ছিলো। নির্ধারণ করা হয়েছিলো সরকারকে কিট হস্তান্তরের দিন। কিন্তু নির্ধারিত দিনের আগের দিন বিকেলে গণস্বাস্থ্য প্রতিষ্ঠান সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা সনাক্তের ‘রেপিট ডট ব্লট’ কিটের স্যাম্পল হস্তান্তর স্থগিত করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, আমাগী মঙ্গল বা বুধবার কিট হস্তান্তর করতে পারবো।
তিনি বলেন, গত ১১ এপ্রিল হস্তান্তরের কথা ছিলো। কিন্তু একটু সমস্যার জন্য তা আর সম্ভব হয়নি।
কি সমস্যার কারণে কিটের স্যাম্পল হস্তান্তর স্থগিত করা হয়েছিলো জানতে চাইলে তিনি বলেন, ‘ইলেটিক্যাল প্লাস ম্যাকানিক্যাল সমস্যা হয়েছিলো। ইলেকট্রিক্যাল ডিজাস্টার হয়েছিলো। আমাদের জেনারেটার যেঢা আছে ওটায় আধা মিনিট সময় লাগে। ওইটায় এটা গ্যাপ হয়ে গেছে। এখন যাই হোক, এখন সব উত্তরণ হয়েছে। এখন কাজ করছি আমরা। আগামী মঙ্গল-বুধবার দিয়ে দেবো।’
এর আগে ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ নির্নয়ে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা যাবে। এতে ২০০ থেকে আড়াইশ টাকা খরচ হবে। ডাক্তারের চেম্বার প্যাথলজি, ওষুধের দোকান, বিভিন্ন জায়গাতেই বসে এই পরীক্ষাটা করা যাবে।