জরুরী প্রয়োজন ছাড়া ঢুকতে-বেরুতে পারবে না জগন্নাথপুরে
মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। করোনা পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য জায়গার ন্যায় জগন্নাথপুর উপজেলার প্রবেশমুখ আটঘরে স্বেচ্ছায় লকডাউন দিয়েছেন জগন্নাথপুরবাসী।
জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীনের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়।
এ লকডাউনে জরুরি সেবা ছাড়া সিলেট-জগন্নাথপুরের সকল যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জরুরী কিছু সেবা চালু রাখার জন্য যে সব যানবাহন চলাচল করা প্রয়োজন শুধুমাত্র সেই সব যানবাহন চলাচল করতে পারবে। তাছাড়া ইমার্জেন্সি রোগী থাকলে যেতে দেওয়া হবে বলে কালের সিলেট-কে জানান মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক শেরীন।
তিনি বলেন, শুধু জগন্নাথপুর উপজেলা নয় আমার মতে দেশের সব উপজেলায়ই এইরকম লকডাউন করা প্রয়োজন।
তিনি মিরপুর ইউনিয়নবাসীসহ সবাইকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান।
মাহবুবুল হক শেরীন আরও বলেন,
লকডাউন করা মানেই মানুষকে বন্দি করা নয়, আমাদের উদ্দেশ্য সবাইকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করা।
অপ্রয়োজনে ঘুরাফেরা না করতে ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।