সুনামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী মধ্যবিত্ত পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১কেজি লবণ সহ প্রায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের জামাই পাড়াস্থ (নাম প্রকাশে অনচ্ছিুক) ও সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী (বাবেশিক) ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিনের যৌথ উদ্যোগে পৌর শহরের প্রায় ২৫০ মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গণপূর্ত বিভাগ সুনামগঞ্জ টিকাদার ক্যালাণ সমিতির সভাপতি মো.নুর হুসেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী (বাবেশিক) ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন বলেন, আজ থেকে আমরা প্রায় ২৫০টি মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের এই খাদ্য সহয়তার বিতরণ কার্যক্রম আগামী মাহে রমজান মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।