আইজিপি হচ্ছেন বেনজীর, র‌্যাব ডিজি সুনামগঞ্জের আব্দুল্লাহ

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পাচ্ছেন র‌্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন তিনি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান আব্দুল্লাহ আল মামুন র‌্যাব মহাপরিচালক হচ্ছেন।

সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগ দেন। র‌্যাবের ডিজির দায়িত্ব পালনের আগে প্রায় সাড়ে চার বছর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন।

তিনি জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগে চিফ অব মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। কর্মদক্ষতায় তিনবার জাতিসংঘ শান্তি পদক অর্জন করেন। এ ছাড়া তিনি পুলিশের পেশাগত সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) অর্জন করেন। বেনজীর আহমেদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

আবদুল্লাহ আল মামুন সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী পরিবারের সন্তান গত বছর মে মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। ক্লিন ইমেজের একজন কর্মকর্তা হিসেবে আবদুল্লাহ আল মামুন নিজ বাহিনীতে ব্যাপক প্রশংসিত। ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাপক দক্ষতা প্রদর্শন ও সুনাম অর্জন করেন। একজন চৌকস কর্মকর্তা হিসেবে র‌্যাবে তিনি আরও ভালো কিছু করে দেখাতে পারবেন বলেই মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ