যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মর্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার। এরমধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার।

এর আগে, গেল রোববার মার্কিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ৬৩৩।

এ বিভাগের অন্যান্য সংবাদ