প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার নিয়ে আসব: প্রধানমন্ত্রী

 

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে শর্ত দিয়ে কাউকে কাজ আনবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে করোনা রোগীর চিকিৎসায় প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার নিয়ে আসার কথাও জানান তিনি।

আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ যদি মনে করে যে এটা দিলে আমরা আসবো, তাহলে আমি বলবো যে সেটা দিতে হলে আগামীতে কীভাবে কাজ করেন, এই যে দুঃসময়টা যে যাবে, আমরা অবজারভেশনে রাখবো অন্তত এই ৩ মাস তাদের কাজ দেখবো-সেখানে দেখবো যদি কেউ সত্যি ওইভাবে মানুষের সেবা দেন তার পরে আমরা তাদের কথা চিন্তা করবো।’

‘কিন্তু শর্ত দিয়ে কাউকে আমরা কাজে আনবো না’-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের মধ্যে এই মানবতাবোধটুকু নেই তাদেরকে প্রণোদনা দিয়ে কাজে আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যদি বাংলাদেশে সেরকম দুর্দিন আসে, প্রয়োজনে বাইরে থেকে আমরা ডাক্তার নিয়ে আসবো।’

এ বিভাগের অন্যান্য সংবাদ