সুনামগঞ্জে ৫শ’ শ্রমিকদের নগদ অর্থ প্রদান
সুনামগঞ্জে পাচঁশ’ জন গাড়ি শ্রমিকদের নগদ আড়াই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে যানবাহন বন্ধের কারণে অনেক গাড়িচালক সমস্যায় পড়েছেন। আর ঠিক এই সময়ে সাহায্যের হাত বাড়িয়েছে সুনামগঞ্জ মাইক্রবাস রোড উপ কমিটি ।
সোমবার সকালে সুনামগঞ্জ মাইক্রবাস রোড উপ কমিটির আয়োজনে সুনামগঞ্জ পুরাতন বাস স্টেশন তাদের অফিস প্রাঙ্গনে তারা এই অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ মাইক্রবাস রোড উপ কমিটির সভাপতি আবাবিল নুর, সাধারণ সম্পাদক সুজাউল কবির প্রমুখ।
অর্থ বিতরণের সময় সুনামগঞ্জ মাইক্রবাস রোড উপ কমিটির সভাপতি আবাবিল নুর বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক ড্রাইভার বেকার হয়ে পড়েছেন, সেই জন্য আজকে আমরা পাচঁশত জন শ্রমিককে আড়াই হাজার টাকা করে বিতরণ করছি। আমরা ড্রাইভার শ্রমিকদের পাশে সব সময় ছিলাম থাকবো।