স্পেনে আরেক বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম জাকির হক ওরফে আনোয়ার হোসেন (৬৭)। এ নিয়ে দেশটিতে মোট দুইজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন।

এর আগে, গত ২৬ মার্চ মাদ্রিদ শহরেই করোনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন। দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বেড়েছে।

স্থানীয় সময় রোববার বিকেল ৪টায় রাজধানী মাদ্রিদের আলকালা দে হেনারেস শহরের একটি হাসপাতালে মারা যান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ