সিলেটে বিকেল পাঁচটার মধ্যে সকল দোকান বন্ধের নির্দেশ

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ঔষধ দোকান ব্যতীত বন্ধ রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও রবিবার থেকে ৫টার আগে বন্ধ করতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শনিবার এ আদেশ জারী করেছেন।

সূত্রে জানা যায়, রবিবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান। সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে ৫টার পর।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম বলেন, রোববার সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।

দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ জন। আর মারা গেছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯জন করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন। যা বাংলাদেশে করোনাআক্রান্ত রোগী ধরা পরার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ