সিসিকের খাদ্য সহায়তা অব্যাহত, পৌঁছাল প্রায় ৭০ হাজার পরিবারে
সিলেট সিটি কর্পোরেশনের খাদ্য ফান্ডের উদ্যোগে নগরীর অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিরতণ অব্যাহত হয়েছে। আজ শনিবার এর ধারাবাহিকতায় ৬৯ হাজার ৬০০ পরিবারে পৌঁছেছে সিসিকের খাদ্য সহায়তা।
শনিবার রাতে সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই কার্যক্রম। সিসিকের নিজস্ব তহবিল এবং দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া অনুদানে অসহায় নাগরিকদের এই সহায়তা দেয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির তত্বাবধানে সিলেট সিটি করোপরেশন এই খাদ্য সহায়তা প্রদান করে।
২৭ টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।