করোনায় আটকে গেল নারী সমকামী ক্রিকেটারের বিয়ে
বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার লিজল লির। লি একজন লেসবিয়ান (সমকামী)। আরেক প্রোটিয়া সমকামী ক্রিকেটার তানজা ক্রনিয়ের সঙ্গে প্রায় ৪ বছরের সম্পর্ক তার। করোনাভাইরাসের কারণে তার বিয়েটাই আটকে গেছে। গেল মাসের শেষ দিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। যা শেষ করে আগামী ১০ এপ্রিল দীর্ঘদিনের প্রেমিক তানজা ক্রুনিয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল লির। কিন্তু দক্ষিণ আফ্রিকায় লকডাউনের ১৫তম দিন পূর্ণ হবে সেদিন।
যেভাবে করোনার প্রকোপ বাড়ছে, এতে করে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউই জানে না। শেষ পর্যন্ত তানজা-লি বিয়ে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।