বাসদ’র খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে করোনা মহামারীতে শ্রমজীবী মানুষের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবন, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) টানা ৬ষ্ঠ দিনের মতো বিকেল ৪ টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন বেপারি, আলী হোসেন, ছাত্র ফ্রন্ট মহানগর আহবায়ক সনজয় শর্মা প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরনকালে নেতৃবৃৃন্দ বলেন, প্রয়োজনের তুলনায় সরকারি সহযোগিতা খুবই অপ্রতুল। ফলে করোনা মহামারীতে ঘরবন্দি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কষ্ট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমরা আমদের সংগঠনের পক্ষ থেকে কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্ঠা করছি। সবার সহযোগিতায় আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের জন্য অবিলম্বে ঘরে ঘরে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌছে দেয়ার জন্য সরকারে প্রতি আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ