সর্বশেষ

করোনার উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল সোমবার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন, পান্নু মিয়া (৫৮) ও ফয়সাল (৪০)।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম জানান,  ঢাকার উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পেশায় একজন রিকশাচালক।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম জানান, তারা ফয়সালের মৃত্যুর খবর শুনেছেন।

এ ছাড়া করোনা সন্দেহে নবাবগঞ্জ উপজেলায় ৮৫ বছর বয়সী আরও এক বৃদ্ধা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে তিন দিন ধরে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা চলছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম।

(আমাদের সময়)

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ