মার্কেট ও দোকান বন্ধের সময়সীমা বাড়ল ৪ এপ্রিল পর্যন্ত

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাংলাদেশ দোকান মালিক সমিতির নির্ধারিত ৩১ মার্চ পর্যন্ত  দোকানপাট বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়।

রোববার ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার যদি কোনো কারণে সাধারণ ছুটি বর্ধিত করে তবে ছুটি পর্যন্ত বিপনী বিতান ও শপিংমল বন্ধ থাকবে।

তবে যেসব দোকানে ওষুধ ও খাবার সামগ্রী বিক্রি হয় এমন কোনও বাজার, দোকান বা মার্কেট এ সিদ্ধান্তের আওতায় পড়বে না।

এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের সব বিত্তবান ব্যবসায়ীদের নিজ নিজ এলাকায় অসহায় বক্তিদের সহযোগিতা করা এবং সকলকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।

মালিক সমিতি কর্মকর্তারা জানায়, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। রাজধানীসহ দেশের বড় বড় শহরে অবস্থিত বিপণি বিতান বা শপিং মলগুলোতে কর্মচারী এবং ক্রেতা কেউই আসতে চায় না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ