৫০০ পরিবারকে খাবার দিলেন হিরো আলম
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশে বাড়িতে থাকার নিয়ম মানতে গিয়ে বিপাকে পেড়েছেন খেটে খা্ওয়া মানুষ। ঠিক এই সময় এসব সাধারণ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জনপ্রিয়তা পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম।
নিজের সামর্থ্যে যা আছে, তাই নিয়েই নিজ এলাকার মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন হিরো আলম। ৫০০ দরিদ্র পরিবারকে চাল ডাল-তেল-লবণসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি যা পেরেছি করেছি। সমাজের বিত্তবানরাও এই মানুষগুলোকে সাহায্য করতে এগিয়ে আসুক আমি তা চাই।’
সমাজের বিত্তবানদের উদ্দেশে হিরো আলম বলেন, ‘আপনারা তো অনেক ইনকাম করেন, কিন্তু মানুষের উপকারে তো আসেন না। মহান আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এখন সবাই এগিয়ে আসুন।’
প্রান্তিক মানুষের বিষয়ে বগুড়া-৪ আসন থেকে সতন্ত্র নিবার্চন করা হিরো আলম বলেন, ‘আমি তাদের দুঃখ বুঝি। কারণ, আমিও তো এমনই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। এখন হয়তো কিছুটা আল্লাহ দিয়েছেন, যতটুকু আল্লাহ দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’
এমপি পদে দাঁড়িয়ে নির্বাচিত না হলেও নিজ এলাকার দুঃখি মানুষের পাশে সবসময় থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন হিরো আলম।