আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট বাতিল

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বিমানবন্দরগুলোতে সীমাবদ্ধতা থাকায় কয়েকটি আন্তর্জাতিক রুটে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাস সংক্রমণ ও বিভিন্ন গন্তব্যে সীমাবদ্ধতা থাকায় বিমান কর্তৃপক্ষ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট- জেদ্দা, প্রিন্স মোহাম্মেদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-দাম্মাম, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাসকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্টের-ব্যাংকক রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

৯ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটের সব ফ্লাইটে বাতিল করা হয়েছে।

১ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটে ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

সিঙ্গাপুরের চ্যাঙ্গি এয়ারপোর্ট রুটে ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ