ধনাট্য ব্যক্তিদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণের আহ্বান
নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) থেকে সুরক্ষায় সারাদেশের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজের ধনাট্য ব্যক্তি, সমাজসেবীদের বিনামূল্যে মাস্ক বিতরণের আহ্বান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া ভালো। ঘরের বাইরে গেলে তিনফুট দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে যাবেন, তারা সবাই মাস্ক পরিধান করবেন।
বাজারে মাস্কের সঙ্কট থাকলে নতুন বা পুরাতন কাপড় ব্যবহার করে মাস্ক বানিয়ে পরিধান করতে স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানিয়েছে।