করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ছয়জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন।

সোমবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী বলে তিনি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ