জন্মশতবার্ষিকীর প্রথম দিন ১০০ বার কুরআন খতম

মুজিববর্ষের প্রথম দিনে ১০০ জন হাফেজ ১০০ বার পবিত্র কুরআন খতম করবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহা. আব্দুল্লাহ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় ১৭ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম ও খতিবের তত্ত্বাবধানে দেশের প্রখ্যাত ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ বার খতমে-কোরআন সম্পন্ন করা হবে।

সোমবার (১৬ মার্চ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত মোনাজাতে অংশগ্রহণ, আগামীকাল ১৭ মার্চ মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

শেখ আব্দুল্লাহ জানান, খতমে-কুরআন শেষে বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, নির্যাতিত মা-বোন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত দেশের সব শহীদ সদস্য, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নিহত সব শহীদ সদস্য ও জাতির কল্যাণ কামনা বিশেষ করে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বিশ্ববাসীকে বিশেষ করে বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সঙ্গে সমন্বয় রেখে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ