বন্ধ হচ্ছে সিলেট বাণিজ্য মেলা
করোনাভাইরাসকে কেন্দ্র করে সিলেট সদ্য আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি।
১৮ মার্চ (বুধবার) থেকে বন্ধ হচ্ছে বাণিজ্য মেলা। এ তথ্য নিশ্চিত করেছেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি জানান, জনসমাগমের কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এই বিবেচনায় মেলার আয়োজক সংগঠক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আগামী বুধবার থেকে বাণিজ্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মেলা শুরু হবে।
গত ৭ মার্চ সিলেটে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলা শুরু হয়।