মুজিববর্ষের বর্ণিল সাজে সংসদ ভবন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে জাতীয় সংসদ ভবন। করোনার কারণে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান বাতিল হওয়ায় এর মুজিববর্ষের লেজার শো, ফায়ারওয়ার্কস ও পিক্সেল ম্যাপিং সংসদে স্থানান্তর করায় আরও বর্নিল হয়ে উঠেছে সংসদ ভবন। রোববার রাতে এর প্রস্তুতিতে অন্যরকম হয়ে উঠেছে সংসদ এলাকা।
সংসদের গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফরহাদুজ্জামান আজাদ জানান, সংসদ ভবনের সাউথ প্লাজায় ইতিমধ্যে প্রস্তুতির কাজ শুরু করেছে দায়িত্বপপ্রাপ্ত প্রতিষ্ঠান এশিয়াটিক।
লাইটিংয়ে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, নৌকারোহী প্রতীকের প্রতিবিম্ব সংসদ লেকে পরে অন্য এক পরিবেশ সৃষ্টি করেছে। রাতে পিক্সেল ম্যাপিংয়ের বিশাল ক্যানভাসে ভেসে উঠেছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সংসদ ভবনের লেকে দুটি মশাল এবং সংসদ ভবনের দক্ষিন পশ্চিম অংশে একটি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন করা হয়েছে। মানিক মিয়া এভিনিউ থেকে দর্শক প্রবেশের ব্যাবস্থা থাকলেও দর্শকদের প্রবেশের বিষয়ে ভিন্ন সিদ্বান্ত আসতে পারে। ইতিমধ্যে সংসদের শিশু দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।