প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ার: আটক ১

সামাজিক যোগাযোগ মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি শেয়ার করায় একজনকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃত মো. গোলাম সরোয়ার (৬৪) সিলেটের এয়ারপোর্ট থানাধীন লন্ডনি রোড এলাকার ১০ নম্বর বাসার মৃত গোলাম নবীর ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর উপশহর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামীকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

এ বিভাগের অন্যান্য সংবাদ