হাজারীবাগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেট নগরীর শাহী ঈদগাহের হাজারীবাগে সাব্বির, মুহিন ও আলম স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বিকেল ৩টায় শাহী ঈদগাহ হাজারীবাগস্থ আলতাব মেম্বারের কলোনী মাঠে হাজারীবাগ এলাকাবাসীর আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে পরিচালনা কমিটির আহবায়ক হাজী কুতুবউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাজুল করিম, রাজিব আহমদ ও তারেক হাসান সোহাগের যৌথ উপস্থাপনায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুন নুর, আলতাব মিয়া, হাবিবুর রহমান পুতুল মিয়া, অতুল মিয়া, ফজলুল হক, আবু তাহির, মখলিছুর রহমান সাজু, বাবর আহমদ, আব্দুল মুকিত, আমিনুর রহমান পাপ্পু, কয়ছর আহমদ, খালেদ আহমদ, জাফর আহমদ, সাবলু আহমদ, শফি আহমদ, মুর্শেদ আহমদ, রতু আহমদ, আবুল কালাম আজাদ চৌধুরী মুকুল, স্বপন আহমদ, রুহেল আহমদ, আতিকুর রহমান তপু, আব্দুল জলিল জুয়েল, রাজিব আহমদ, সাজুল করিম, তারেক হাসান সোহাগ, তানভির উদ্দিন, সামির মিনহাজ, আব্দুল আজিম রনি, রকি সাদিক, শাকিল আহমদ, তানভির সামি, জিয়া, তাওহীদ, নাজিম, শান্ত, রিদয়, রিপন, মৃদুল প্রমুখ।
ফাইনাল খেলার সমাপনী দিনে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতা আমাদের দৈনন্দিন জীবনের নানাবিধ কাজেকর্মে সহায়ক ভূমিকা পালন করে। বক্তারা বলেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই, খেলায় অংশগ্রহণ করাটাই হলো এর মুখ্য বিষয়। বক্তারা বিভিন্ন সময়ে সমাজের বিত্তশালীদের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহŸান জানান।
ফাইনাল খেলায় টিম কোবাকুবি নেছা এন্টারপ্রাইজকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। খেলায় ৩য় স্থান অধিকারী হয় বø্যাক এন্ড হোয়াইট হাজারীবাগ। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন টিম কোবাকুবির নাজিম উদ্দিন। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন হাসান আহমদ, টুর্নামেন্টে সেরা বোলার নির্বাচিত হন মাহবুব আহমদ। সেরা অরলাউন্ডার নির্বাচিত হন হাসান আহমদ। বিজ্ঞপ্তি