সর্বশেষ

৭০ দিন মেয়াদী ভিডিপি সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ


সিলেট মহানগরীর আখালিয়াস্থ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৩য় ধাপে ৩০ জন পুরুষ ভিডিপি সদস্যাদের ৭০ দিন মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম।
সিলেট জেলা কমান্ডান্ট এনামুল খাঁনের সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের সহকারী জেলা কমান্ডান্ট প্রদীপ চন্দ্র দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, কম্পিউটার প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ও অন্যান্য ব্যাংক হতে ঋণ নিয়ে বড় বড় প্রকল্প হাতে নিয়ে অপরের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশে প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদকে ভ‚সিত হওয়ায় রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলামকে অভিনন্দন ক্রেস্ট প্রদান করেন জেলা কমান্ডান্ট এনামুল খাঁন।
৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সনদ ও মুজিব বর্ষ উপলক্ষে জেলা আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী হতে প্রকাশিত বর্ষ পুঞ্জি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ