বিশ্বনাথে ১০৮০ পিস ইয়াবাসহ আলোচিত মাদক ব্যবসায়ী আটক

শনিবার ভোরে বিশ্বনাথ ধানাধীন পাঠাকইন গ্রামস্থ তবারক আলীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত মাদক সম্রাট তবারক আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত তবারক আলীর বিরুদ্ধে সিলেট জেলার বিশ্বনাথ থানা, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় মাদকসহ মোট ১০ টি মামলা রয়েছে।

ধৃত আসামি বিশ্বনাথ উপজেলার পাঠাকইন গ্রামস্থ মৃত আলকাছ আলীর ছেলে।
এ সময় পুলিশ তার বসত ঘরে তল্লাশি করে বালিশের নিচে থাকা ১ হাজার পিস এবং তার দেহ তল্লাশি করে শার্টের পকেটে থাকা এক প্যাকেটে ৮০ পিস সহ মোট ১ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানাযায় অভিযানের সময় তার বসত ঘরে অবস্থান করা মাদক ব্যবসায় সহযোগী বিশ্বনাথ উপজেলার মৃত ইউসুফ আলীর ছেলে ওয়াহিদ মিয়া, সাহেবগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে সাগর হাওলাদার ও ভরপাশা গ্রামের ফিরোজ জমাদ্দারের ছেলে ইমন জমাদ্দারকে আটক করে।
সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফুর রহমান জানান গ্রেফতারকৃত তবারক আলী সিলেট জেলার একজন আলোচিত মাদক ব্যবসায়ী মর্মে জনশ্রুতি রয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই সৈয়দ ইমরুজ তারেক বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ