করোনাভাইরাস থেকে বাঁচতে জুমু’আর নামাজ শেষে বিশেষ দুআ

জুমু’আর নামাজ শেষে করোনাভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ দুআ মোনাজাতে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এসময় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকি নদভী করোনাতে আক্রান্ত মানুষকে মসজিদসহ জনসমাগম হয় এমন স্থানে না আসার জন্য আহবান জানান। আক্রান্ত হলে চিকিৎসা নেয়া সুন্নত বলে খুতবাতে জানানো হয়। তবে ৫ ওয়াক্ত নামাজ পড়লে ৫ বার ওযু করতে হয় বলে মুসলমানরা এ রোগে কম আক্রান্ত হচ্ছে বলেও তিনি জানান।

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ তাই ইসলামী নিয়ম কানুন সঠিকভাবে মানা হলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন সবরোগ আল্লাহর কোনো গজব নয়, এগুলো আল্লহর তরফ থেকে হুশিয়ারি। করোনা ভাইরাস সারাবিশ্বের মানুষের জন্য একটা সামাজিক অবরোধ। এ অবরোধ দূর করতে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা চাওয়া, বেশি বেশি ইবাদাত ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ