করোনাভাইরাস আক্রান্ত ২ জন পুরোপুরি সুস্থ: আইইডিসিআর

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজনই সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজনের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। পরপর দুটি নেগেটিভ হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইনে ৩২২৫টি কল এসেছে। এ পর্যন্ত ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় করা হয়েছে ১০ জনের। কারও নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়নি।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, ইতালিতে ভ্রমণ ও জনসমাগম নিষিদ্ধ হওয়া আমাদের জন্য স্বস্তির ব্যাপার। ইতালি লকডাউন। ওখানে আমাদের যারা আছে, তাদের খোঁজ নেওয়া হচ্ছে দূতাবাসের মাধ্যমে। এদিকে চীনে সংক্রমণ কমছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ