সিলেট হাসপাতাল থেকে উধাও সৌদি ফেরত নারী
সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে থেকে করোনাভাইরাস সন্দেহের কথা শুনে এক নারী পালিয়ে গেছেন বলে জানা গেছে। তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়ে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করানোর জন্য লিখে দেন ডাক্তাররা। তিনি পরীক্ষা করানোর কথা বলে হাসপাতাল থেকে উধাও হয়ে গেছেন।
ডাক্তাররা অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে বিষয়টি অবহিত করেন সিলেটের সিভিল সার্জনকে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী ৭০ বছর বয়সী এই নারী মোগলাবাজারে ইসলামপুর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, সৌদি ফেরত এই নারী ১ সপ্তাহ আগে দেশে আসেন। দেশে আসার পর তার জ্বর হলে তিনি হাসপাতালে যান। ডাক্তাররা তার কাছ থেকে রোগের বিস্তারিত তথ্য শুনে প্রবাসী হওয়ায় তাকে ‘করোনাভাইরাস’ আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু তিনি এরপরই হাসপাতাল থেকে পালিয়ে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দেয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি। আমরা চেষ্টা করছি রোগীর স্বজনদের বুঝিয়ে প্রবাসী এই নারীকে কোয়ারেন্টাইনে নিয়ে আসতে। যদি তিনি আসতে না চান তাহলে তাকে বাড়ির মধ্যেই কোয়ারেন্টাইন করে রাখা হবে।