কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে “দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি”- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১টায় একটি র‌্যালি বের হয়। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অনুষ্ঠান উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক শাহীন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদির, থানার উপ পরিদর্শক ফয়েজ আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাংবাদিক এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ