মাস্ক কিনতে ছদ্মবেশে ফার্মেসীতে পুলিশ, জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণের সংবাদে ঔষধ ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক বিক্রয় করছে, এমন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের একটি ফার্মেসিতে ছদ্মবেশে যায় ডিবি পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টায় মৌলভীবাজারের বিভিন্ন ফার্মেসীতে সাদা পোশাকে গোপন অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় শহরের চৌমূহনীয় ট্রাস্ট ফার্মেসীতে তিন টাকার মাস্ক ৩০ (ত্রিশ) টাকায় বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। সারা জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এ বিভাগের অন্যান্য সংবাদ