নারী দিবসে ধর্মপাশায় র্যালী ও আলোচনা সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম মিয়া।
কেয়ার জিএসকের উপজেলা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, ডিএসকের উপজেলা শাখার ব্যবস্থাপক মাইনুল হাসান প্রমুখ।