জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত

সিলেট জেলা ছাত্রদলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে ইউনিটগুলোর নতুন কমিটি গঠন করা হবে।

রোববার (১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলার সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ সকল ইউনিটের নেতাকর্মীদের সুশৃঙ্খল ও সুসংগঠিত করে বিএনপি চেয়ারপার্সন কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব প্রদান করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ