দিল্লিতে সহিংসতার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দিল্লিতে সহিংসতার প্রতিবাদে এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
রোববার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শাহরিয়ার আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর আকন্দ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহীন মিয়া, রসায়ন বিভাগের শিক্ষার্থী তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।
নরেন্দ্র মোদিকে ফ্যাসিবাদ আখ্যায়িত করে বক্তারা বলেন, ভারতের অর্থনৈতিক সংকট দূর করার জন্য পরিকল্পিতভাবে এনআরসি, এনআরআর, সিএবি, আরএসএসের উদ্যোগ নেয়া হয়েছে। এই আইনগুলো বাস্তবায়ন করতে মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে ভারত সরকার। এর মাধ্যমে মানুষের ক্ষোভকে দমনের প্রচেষ্টা চলছে।
মোদির আগমনকে কেন্দ্র করে বক্তারা বলেন, মুজিববর্ষ উদযাপনে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সফর করার কথা রয়েছে। অবিলম্বে তার আমন্ত্রণ বাতিল করতে হবে। আমরা তার আগমনকে প্রতিহত করবো।