নাগরিকত্ব সনদ নেই মোদীর!
জন্মসূত্রে তিনি ভারতের নাগরিক হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজেরই নাগরিকত্ব সনদ নেই। দেশটির তথ্য অধিকার আইনে এক নাগরিকের প্রশ্নের জবাবে শনিবার এ তথ্য জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)।
এর আগে, গত ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামের একজন নাগরিক আরটিআই এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্ব সনদ আছে কি না? তার উত্তরে প্রধানমন্ত্রী দফতরের সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের তিন নম্বর ধারা অনুসারে নরেন্দ্র মোদি জন্মসূত্রে ভারতীয়।
উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষকরে আসামে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) এর মাধ্যমে করা তালিকায় স্থান না পাওয়া নাগরিকদের জোরপূর্বক ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কয়েকবার বলা হয়েছে, ২০১১ ও ২০১৫ সালের আদমশুমারির পর দেওয়া পরিচয়পত্র যাদের কাছে নেই তারা কেউই ভারতের নাগরিক নন। বেশীরভাগ ভারতের নাগরিকের কাছেই ওই পরিচয়পত্র নেই বলে জানা গেছে।খবর পিটিআই।